স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ শিবালয় উপজেলার বরঙ্গাইলে বাসের ধাক্কায় হাবিবুর রহমান (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রুমি ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার বনগ্রাম এলাকার মৃত: নুরুদ্দিনের ছেলে। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রুবেল হোসেন জানান, বাই সাইকেল যোগে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।