স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। রোববার দুপুরে পৌর মিলনায়তনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
লিখিত বক্তব্যে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, গত ১ ডিসেম্বর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুস্তমের উপর হামলার ঘটনা ঘটে। এতে তার চাচা আব্দুল জলিল বাদী হয়ে পরে দিন একটি মামলা করেন। ওই মামলায় মানিকগঞ্জ পৌরসভার সভার প্যানেল মেয়র-২ আব্দুর রাজ্জাক রাজাকে অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক সুবিধা লাভের আশায় ঘটনার সাথে জড়িত না থাকার সত্যেও মামলার আসামী করা হয়েছে।
পৌর মেয়র আরো জানান, কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা একজন জন প্রতিনিধি । সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক জিএস ও জেলা যুবলীগের আহবায়ক । সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা থেকে আব্দুর রাজ্জাক রাজার নাম প্রত্যাহার ও পুলিশী হয়রানী বন্ধের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র-৩ ডা: জেসমিন আক্তার, নারী সংরক্ষিত কাউন্সিলর সাবিবা হাবিব, নাজমা আক্তার, কাউন্সিলর সুভাষ সরকার, আবুল কালাম আজাদ, মো:ছানোয়ার রহমান, আব্দুর রাজ্জাক, সালাহ উদ্দিন।