এ্যাড. এআর প্রত্যয় : আজ ১৩ ডিসেম্বর ধামরাই পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন থেকে ঢাকা জেলার অতি নিকটস্ত ধামরাই উপজেলা মুক্ত হয়। রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণ স্মরনীয় দিনটিকে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন করে। এছাড়া ধামরাই জেলার সরকারী প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচী পালন করে।
বিশিষ্টজনদের মতে, মুক্তি যুদ্ধে যারা বীরত্ব রেখেছিলো তোমাদের জন্যই আমরা আজ গর্বিত এই বাংলার মাটিতে জন্ম নেয়া হে সূর্যসন্তান। তোমাদের অমর বীরত্বকাব্য ওই অত্যাচারী শোষকদের বদন বারবার করে দিয়েছিল ম্লান মৃত্যুভয় তুচ্ছ করে ছিনিয়েছ বিজয় রেখেছো এদেশ জাতির সম্মান। আমাদের বিজয়, বাঙালি জাতির সার্বভৌমত্ব এই স্বাধীন বাংলাদেশ তোমরাই করেছো দান।