স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবলীগ চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজনে করে। সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম জনি, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, জেলা যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রানা, মনিরুল ইসলাম খান, রাফি, যুবলীগ নেত্রী সোহেলী রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় দুটি গ্রুপে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বে ছিলেন এ.কে এম আজিজুল ইসলাম সুক্কু। দুই গ্রুপে ছয়জনকে বিজয়ী ঘোষনা করেন।বিজয়ীরা হলেন ক গ্রুপে প্রথম আলিফা, দ্বিতীয় অনুভব দে, তৃতীয় লামিম ও খ গ্রুপে প্রথম শ্রদ্ধা বর্ম, দ্বিতীয় সৃম্ময় চৌধুরী, তৃতীয় তাকবীর তাহসান। এছাড়া অংশ গ্রহনকারী প্রত্যেককে সান্তনা পুরস্কার হিসেবে মগ উপহার দেন।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এছাড়া সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে জেলা যুবলীগের আহবায়ক কমিটি।