স্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে মানিকগঞ্জে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইনস্ মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আব্দুস সালাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুল মজিদ ফটো ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।