স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে পাঁচদিন ব্যাপী ৬৬৫ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের উদ্যোগে সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঁচদিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় কোর্স লিডার মো: শামসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটার শাহাবুদ্দিন, এএলটি স্কাউটার আব্দুল্লাহ আল আজাদ, সিনিয়র প্রশিক্ষক মীর মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর কাদের প্রমুখ।
সিংগাইর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চল্লিশ জন করে শিক্ষক তিন ভাগে এই প্রশিক্ষনে ১২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। ঢাকা অঞ্চলের প্রত্যেক গ্রুপে দশ জন করে মোট ত্রিশ জন প্রশিক্ষক অংশ গ্রহন করে দায়িত্ব পালন করেন।
সভায় কোর্স লিডার তার বক্তব্যে বলেন, শিশু, কিশোর ও যুবকদের সুপ্ত প্রতিভাকে বিকাশের একটি শিক্ষা বিষয়ক আন্দোলিত ও আর বয়স্ক লিডার ও শিক্ষকদের জন্য দায়িত্ব। প্রত্যেক প্রশিক্ষণার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট গঠনে করে কাজ শুরু করার আহবান জানান। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।