শিবালয় প্রতিনিধি:
মানিকগঞ্জের পদ্মার পাড়ের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য প্রকৌশলী সালাম চৌধুরী। বুধবার বিকেলে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভাদিয়াখোলা মোড়ে ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ( কম্বল) বিতরন করা হয়।
মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী প্রকৌশলী সালাম চৌধুরীর নিজস্ব অর্থায়নে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অ্যাডভ্যান্স অ্যাটোয়ারে চেয়ারম্যান ডোরা চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইউনুস গাজী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুফি কামাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রকৌশলী সালাম চৌধুরী বলেন, প্রচন্ড শীতে দরিদ্র মানুষজন কষ্ট করছে। এদের পাশে দাঁড়ানো সমাজের বৃত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক কারনেই তিনি শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া কাঞ্চনপুর ইউনিয়ন আশে পাশে এলাকায়ও তিনি শীতবস্ত্র বিতরন করবেন বলে জানান তিনি।