এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে শীতার্ত দু:স্থ ও অসহায় ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ বাস টার্মিনাল, ল’ কলেজের বারান্দাসহ বাসষ্ট্যান্ডের বিভিন্ন এলাকায় দুই শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হুসাইন মোহাম্মদ রায়হান, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী, সদর থানার ওসি মো: রকিবুজ্জামান, তদন্ত ওসি হানিফ সরকার, জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম, শহর ফাঁড়ির অফিসার ইনজার্চ মো: হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, পর্যায়ক্রমে জেলার সাত থানার অন্তর্গত ছিন্নমুল মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হবে।