স্টাফ রিপোর্টার:
“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই স্লোগানে মানিকগঞ্জে চ্যানেল আই প্রকৃতিমেলা উপলক্ষে বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল এগারটার দিকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ^াস, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক সমিতি জেলা শাখার সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, সাবেক সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মো: কাবুল উদ্দিন খান, প্রেসক্লাবের ক্রড়ী সম্পাদক আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো:আকরাম হোসেন, কায্যকরী সদস্য ও প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মমিন, মাইটিভির প্রতিনিধি আজিজুল হাকিমসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।