এস এম আকরাম হোসেন:
পুলশি সপ্তাহ ২০২০ উপলক্ষে ২০১৯ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে “আইজিপি ‘স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস আইজিপি ব্যাজ পেলেন মানিকগঞ্জের কৃতি সন্তান সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ এনায়েত করিম।
আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইনে তাকে আইজিপি ব্যাজ পড়িয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
উল্লখ্যে,মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের প্রয়াত সাংবাদিক লিয়াকত আলীর ছেলে মো: এনায়েত করিম (রাসেল)। তার বাবা মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, মানিককগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ৩৩তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোঃ এনায়তে করমি। র্বতমানে তিনি ঢাকায় সিআইডিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে র্কমরত আছেন।
তিনি ডেইলী আমার নিউজ.কমকে বলেন, র্কমক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ তার এ প্রাপ্তিতে পেশাদারিত্ব ও র্কম উদ্দীপনা আরো বাড়িয়ে দিবে। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে এর জন্য সকলের দোয়া কামনা করেন।