স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের স্বপ্ন যুব সংঘের উদ্যোগে তিন শতাধিক দু:স্থ্য ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উত্তর চাঁদপুর ঈদগাহ মাঠে ১৪টি গ্রামের তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। চালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ অলি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মো: এনায়েত করিম (রাসেল), হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী, ডিএমপির সার্জেন্ট এস এম মোস্তফা কামাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বপ্ন যুব সংঘের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আহম্মেদ এবং স্থানীয় শিক্ষক মো. সাব্বির হোসেন লিটন।
হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের স্বপ্ন যুব সংঘটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করছে।