স্টাফ রিপোর্টার :
“জেনে,বুঝে বিদেশ যাই,অর্থ,সম্মান দুটোই পাই” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রচার ও প্রেসব্রিফিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ, জেলা জনশক্তি ও কর্মসংস্থানের সহকারি পরিচালক শেখ মো: মোস্তাফিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আাজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলের সন্তানদের জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহনের আহবান জানান।