এস এম ইব্রাহীম হোসেন:
মানিকগঞ্জে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির ৫০ দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক ও কোর্স পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ পরিচালক আব্দুল বাতেন, সদর সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম প্রমুখ।
কোর্স বাস্তাবায়ন করেন জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। প্রশিক্ষন সহযোগিতায় ছিলেন মানিকগঞ্জ এ্যাসোসিয়েশন ফর কেয়ার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এ্যাসেড)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসেডের নির্বাহী পরিচালক ও কোর্স সহকারী কোর্স অডিনেটর মো: রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে এই কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।