স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে সোনালী ব্যাংকের কালেকশন বুথ খোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ খায়রুল আলম, সরকারী দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার ম্যানেজার মোঃ আফজাল হোসেন সহ কলেজের শিক্ষক মন্ডলী ও ব্যাংকের কর্মকর্তা বৃন্দ। অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আমিন বলেন, শিক্ষার্থীদের কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে ব্যাংকে টাকা জমা দিতে হয়। এ কারনে তাদের মূল্যবান সময় নষ্ট করে ব্যাংকে লাইন ধরে অপেক্ষা করতে হয়। এখন থেকে শিক্ষার্থীরা এই কলেজেই সোনালী ব্যাংকের বুথে টাকা জমা দিতে পারবে। তাদের টাকা জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।