1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ওয়াকার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৯৭৪ বার দেখা হয়েছে

হাসান চৌধুরী, স্টাফ রিপোর্টার, শিবালয় :

নারায়ণগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে পাটুরিয়া নৌ-রুট ফেরি ঘাট এলাকায় বিআইডব্লিউটিসির ওয়াকার্স  ইউনিয়নের নেতৃত্বে ও অন্তর্ভুক্ত কয়েকটি সংগঠন সম্মিলিত ভাবে পুনঃদখল মুক্ত করার লক্ষ্যে স্থানীয় আঞ্চলিক শাখার শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করেন। বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ওয়াকার্স ইউনিয়নের আঞ্চলিক শাখার সভাপতি মোঃ ফয়েজ উল্লাহর ডাকে কার্যালয় থেকে অগনিত শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে, এ সময় তাঁরা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে সমাবেশ করে। আরিচা আঞ্চলিক শাখা ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ উল্লা তাঁর সভাপতিত্বের মূল্যবান বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, পরের যায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই/ আমি তো সেই ঘরের মালিক নই, উক্তিটি বলে সাবধান করেন পরিণাম ভালো হবে না। কারণ, বঙ্গবন্ধুর অধ্যাদেশ নং ২৮, ১৯৭২ এর মাধ্যমে ১১টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে বিআইডব্লিউটিসি গঠন করা হয়। সেই ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ফ্লো-টিলা নামক প্রতিষ্ঠানের এ যায়গাটি ১৯৪৯ সালে এই যায়গাটি ক্রয় করে এবং তাহাদের জাহাজী কর্মচরীদের বেজ ঘর বা বিশ্রামাগার হিসাবে ব্যবহার হয়ে আসছিল। সেই সূত্রে বিআইডব্লিউটিসি এ যায়গার মালিক। উল্লেখ্য প্রায় একই সময়ে ৫০-৬০ জন শ্রমিক কর্মচারী জনবল এই বেজে সর্বদা থেকে-থাকে। সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে একটি স্কুলের সাইনবোর্ড লাগিয়ে যায়গাটি দখল নিয়েছেন। শ্রমিক সমাবেশে ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রবিউল হাসান তাহেরি, আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইজ্জত আলী, আঞ্চলিক শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র রাজনিতিক মোঃ গোলাম মোস্তফা, মোঃ জুবায়ের হোসেন, বাংলাদেশ নৌ-কারিগরী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বীমার সভাপতি মোঃ শফি উল্লা ও সাধারণ সম্পাদক একরামুল কবির সহ মোঃ সোহেল মোল্লা, মোঃ মিলন হোসেন, জবরুল হোসেন ও পাভেল প্রমূখ। নেত্রীবৃন্দ উদ্ভুত ঘটনা ৪৮ ঘন্টার ভিতরে নিরসন না হলে আন্দোলন কঠোর থেকে আরও কঠরতর হবে বলে হুশিয়ারি বার্তা উচ্চারণ করেন এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট সহ দেশের সকল নৌ-রুটে ফেরি সহ অন্যান্য নৌ-যান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ  করে দেওয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury