স্টাফ রিপোর্টার : ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারী শুক্রবার বিভিন্ন হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সানোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জামিল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মোঃ আল-আমিন (অন্তর), ওয়ারদাতুল প্রত্যয়, কুল্লা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আবির আহমেদ মেহেদি, নান্নার ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ধামরাই উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জামিল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের শিখরে এখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্র। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে সমাজের সকলস্থরের মাঝে সুশিক্ষা পৌছে দিয়ে শতভাগ শিক্ষিত জাতি গঠন করে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান নিতে হবে।তিনি আরও জানান জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আরও সচেষ্ট ভূমিকা পালন করতে হবে।