1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

মানিকগঞ্জে আকিজ গ্রুপ ‘নতুন কদম কৃত্তিম হাত ও পা সংযোজন কেন্দ্রের উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ১৮৮৫ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন:

সড়ক ও বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের বিনামূল্য কৃত্তিম অঙ্গ সংযোজনের লক্ষ্যে মানিকগঞ্জে  একটি কৃত্তিম হাত ও পা সংযোজন কেন্দ্র স্থাপন করেছে আকিজ গ্রুপ।

শুক্রবার বিকালে  সদর উপজেলার গোলড়া আকিজ টেক্সাটাইল মিলস লিমিটেডের অভ্যন্তরে স্থাপিত এই ‘নতুন কদম হাত ও পা সংযোজন কেন্দ্রের’ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক শেখ জামিল উদ্দিন, নির্বাহী পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ভিকার কোরেশী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন স্বাস্থ্য মন্ত্রীর ছেলে  ও মানিকগঞ্জ চেম্বর অফ কর্মাস এন্ড ইনন্ডার্সটিজ  এর সভাপতি রাহাত মালেক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা প্রমুখ। অনুষ্ঠানে কৃত্তিম পা সংযোজনকারীরা রিক্সা, সিএনজি,মোটরসাইকেল চালানো, ফুটবল  ও ক্রিকেট খেলার শারিরিক কসরত প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ব্যক্তিকে কৃত্তিম পা সংযোজন করা হয়। তাদের মধ্যে ৪ জনকে ওই প্রতিষ্ঠানে চাকুরীর নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

 

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury