হৃদয় হোসেন জকি, সদর প্রতিনিধি:
মানিকগঞ্জে চেম্বার অব কর্মাস এন্ড ইনন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদের পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মানিকগঞ্জের বাসষ্ট্যান্ডে কর্ণেল মালেক টাওয়ারের তৃতীয় তলায় জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইনন্ডাস্ট্রি এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি।
মানিকগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইনন্ডাস্ট্রি এর নবনির্বাচিত সভাপতি রহাত মালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড : গোলাম মহীউদ্দীন, সাধারন সম্পাদক পিপি আব্দুস সালাম, সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক ও পরিচালক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক ও পরিচালক সুদেব সাহা, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গড়পড়া ইউপি চেয়ারম্যান ও পরিচালক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পরিচালক মোনায়েম খান, সাধারন সম্পাদক ও পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পরিচালক শামীম হোসেন,
জেলা শ্রমিক লীগের সভাপতি ও পরিচালক আব্দুল জলিল, জেলা পরিষদের সদস্য ও পরিচালক আবুল বাশার, দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও পরিচালক শহিদুল ইসলাম সুজন, পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, সদর থানা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য পরিচালক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।