এস এম আকরাম হোসেন:
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাবা খন্দোকার দেলোয়ার হোসেন কলেজের বায়োলজির শিক্ষক ছিলেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হাজী ফজলুল হকের ছেলে হেদায়াতুল হক (৪৫) এবং হেদায়াতুল হকের মেয়ে ফারা পারভীন (৪)। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বড় মেয়ে এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী হাফসা।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দুপুরে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন হেদায়াতুল। মহাসড়কের জাগীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপ দিলে ঘটনাস্থলে মারা যায় বাবা ও মেয়ে। একই দুর্ঘটনায় আহত বড় মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।