মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ৭০ নং লওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ৭০নং লওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), এর পরিচালক ইঞ্জিনিয়ার মো: ফারুক হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মো: সানোয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, এস এম সির সদস্য মো: হযরত আলী, মো: আজিজ, মো: হাকিম আলী, মো: জমির উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।