মানিকগঞ্জ প্রতিনিধিঃ
প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের ফিরে পেয়েছে নতুন যৌবন শাখে শাখে আমের মকুল গাছে গাছে পাখির কলরব জানান দিচ্ছে বসন্তের আগমন ঘটেছে। বসন্ত মানেই তো রং, রঙের খেলা তাই তো সর্বচ্ছ রংটুকু দিয়ে নিজেদের উৎসবে মেতেছে, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মেয়েরা সেজেছে বাসন্তী শাড়ির সঙ্গে হলুদ গাদা ফুল আর ছেলেরা সেজেছে বসন্তের আবির রাঙা পোশাকে। বসন্তবরণ উপলক্ষে বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব ১৪২৬ ও আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সরকারি দেবেন্দ্র কলেজ বাংলা বিভাগের ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাংলা বিভাগের ভবনের সামনে এসে শেষ হয়। পরে বাংলা বিভাগের ভবনের মঞ্চে আয়োজন করা হয় বসন্ত বরণ উপলক্ষে আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা এবং বসন্তের কবিতা পাঠ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নূরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো: জাফর ইকবাল। এছাড়া বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।