স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান ক্যাডেট মাদরাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম।
সোমবার দুপুরে বড় সরুন্ডী এলাকায় দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী ও অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হোসাইন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, মানিকগঞ্জ মাদরাসা ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি হাফেজ মাওলানা মুহসিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসয়ী জামাল কোম্পানী, অত্র মাদরাসার সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আয়নাল হক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক হবিবুর রহমান মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদরাসার প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা মুহাম্মদ দিদার আল-আযহারী। পরে অতিথিবৃন্দরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।