মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারে আগুন লেগে ৫ যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জগামী প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক পাশের খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারে সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী এবং চালক আগুন লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। চালক পায়ে ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন। এছাড়া যাত্রীরাও আহত হন।
তাদের স্থানীয় শিবালয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। অন্যদিকে পাটুরিয়া ও ঘিওরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রাইভেটকারের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয় সড়কের ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।