খাব্বাব হোসেন ত্বহা,সরকারি দেবেন্দ্র কলেজ প্রতিনিধি:
“এসো মিলি প্রাণের উৎসবে” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগে অত্যন্ত জাঁকজমকপূর্নভাবে বসন্ত বরন উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুল আমিন।
রবিবার বেলা ১২ টার দিকে অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা জাফর ইকবাল, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, সহকারী অধ্যাপক নিতাই কুমার ঘোষ, প্রভাষক আহাম্মদ উল্লাহ সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শামীনা শাহীন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি মো: নাদিম হোসেন। সঞ্চালনায় ছিলেন মো: নুরে আলম।
কিছুদিন আগে অত্যন্ত জাঁকজমকপুর্নভাবে ও বড় পরিসরে বাংলা বিভাগ বসন্ত বরন উৎসবের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় রবিবার অর্থনীতি বিভাগ আয়োজন করে বসন্ত বরন উৎসবের। উৎসবে কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলো।