স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে জেলা জাসদের কাউন্সিল:২০২০ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির কায্যকরী সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম। সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মীর হোসাইন আক্তার, যুগ্ম সাধারন সম্পাদক শওকত রায়হান, যশোর জেলা জাসদের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন লিটন, বাংলাদেশ ছাত্রলীগ, মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মো: সোলায়মান খান। এসময় জাসদের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা জাসদের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন জকি।