মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে এক অজ্ঞাতনামা নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে ঘিওর সদর ইউনিয়নের বৈলট গ্রামের এক ডোবার কচুরি পানার জপের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৈলট এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের গলিত লাশ দেখে প্রাথমিকভাবে চিহিৃত করা যায়নি। ধারনা করা হচ্ছে কে বা কাহারা ওই নারীকে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।