স্টাফ রিপোর্টার:
“বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি” এই শ্লোগানের মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেট এর সার্বিক সহযোগিতায় জেলা শহরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে এসে শেষ হয়। পরে স্মৃতিফলকের পাদদেশে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো.মনিরুজ্জামান, মানিকগঞ্জ ডায়াবেটি সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার দেদারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সদক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, উদযাপন কমিটির আহবায়ক ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম রেজা, উদযাপন কমিটির সদস্য সচিব ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানীর প্রকল্প পরিচালক এস এম সাইফুল ইসলাম, মানিকগঞ্জ জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপক মো.আনোয়ার হোসেনসহ বিভিন্ন লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মানিকগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তাসহ সকল কোম্পানীর ইনচার্জগন উপস্থিত ছিলেন।