স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০১৯ সনে সমাপনী পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত ১০ জনের মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৫ জন হচ্ছে-সুমাইয়া জান্নাত, মোঃ সেজান মাহমুদ, মেহেরুন্নেসা টিকলী, সুফিয়ান মেহেদি ও মালিকুল মুলকী মিনার। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত পাঁচজন হচ্ছে- তিথি দাস মিশু, নাহিদ মিয়া, ঋতু আক্তার, সোনালী আক্তার ও শাফিন মিয়া। বৃত্তিপ্রাপ্তরা সকলের দোয়া প্রার্থী।
একই বিদ্যালয় থেকে ২০১৮ সনে সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে ৮ ও সাধারণ গ্রেডে ৪ জন এবং ২০১৭ সনে সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে ১১ ও সাধারণ গ্রেডে ৩ জন বৃত্তি পেয়েছিল।