স্টাফ রিপোর্টার:
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে মানিকগঞ্জ ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) নামের একটি সংস্থা এসব বিতরণ করে। এ উপলক্ষে সদরের ভাটবাউর এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমডিপিওডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেনের উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক আব্দুল মোমিন ও সংস্থার পরিচালক এন্তাজ আলী সভাপতিত্বে বক্তব্য দেন।
পরে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক, বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধী ৫০ শিশুর মাঝে স্কুলব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম বিতরণ করা হয়।