ঘিওর প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ভূমি অধিগ্রহণে ক্ষতি পূরণের প্রায় ৭ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট ণির্মাণ প্রকল্পের এই চেক তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
সোমবার (১৬ মার্চ) উপজেলার বানিয়াজুরিতে জেলা প্রশাসনের আয়োজনে এই চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মোঃ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার, ভ’মি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন, ঘিওর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, সহকারী কমিশনার ভ’মি আফিয়া সুলতানা কেয়া, শিক্ষা সহ-প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান অবুল কাশেম চতু, ৩ নং ওয়ার্ড সদস্য আইয়ুব অলী খান প্রমুখ।
কোনো ধরণের বিড়ম্বনা ছাড়াই বাড়ি বসে ক্ষতিপূরণের টাকা পেয়ে খুশি এলাকার ২৪ জন জমির মালিক।