স্টাফ রিপোর্টার:
কোয়ারেন্টাইনে ভাইরাসের সংক্রমণ রোধে পৃথক করে রাখার বিশেষ ব্যবস্থা থাকার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মানিকগঞ্জের ঘিওরে এক অষ্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার মঙ্গলবার দুপুরে এ অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুশুন্ডা গ্রামের ইন্তাজ উদ্দিনের ছেলে পান্নু মিয়া (৭০)। অষ্ট্রেলিয়া প্রবাসী পান্নু মিয়া গত ১৬ মার্চ রাতে গ্রামের বাড়ি ফেরেন। অষ্ট্রেলিয়া প্রবাসী পরিবারের লোকদের সচেতনামুলক কথা বলার সময় পরিবারের লোকজন নিবার্হী অফিসারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। নির্বাহী অফিসার থানা পুলিশের সহায়তায় পরিবারের লোকদেরকে নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। তাদের মূল গেট তালা বদ্ধ অবস্থায় রাখা হয়েছে। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, ‘সরকার সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে। এবিষয়ে প্রতিদিন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের দেখাশুনা ও তত্ত্বাধান করানো হচ্ছে।