স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাসষ্ট্যান্ডে মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা শাখা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান জুবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, সদর থানা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও পৌর যুবলীগ নেতা হৃদয় হোসেন জকিসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।