স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নিখোঁজ বিপ্লব দাস বাপ্পী (২৫)-কে সুস্থ ফিরে পেতে চায় পরিবার। রবিবার নিজ বাড়ি মানিকগঞ্জ থেকে খালার বাড়ি নরসিংদী যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী (জিডি)করেছে তার বাবা পরান রবি দাস।
আজ (২৪ মঙ্গলবার) সকালে মানিকগঞ্জে প্রেসক্লাবে এসে বিপ্লব দাস বাপ্পীর মা নীলিমা দাস বলেন, রবিবার দুপুর ১২টায় বাপ্পী বাসা থেকে নরসিংদীর উদ্দেশ্যে বের হয়। তার সাথে তার সর্বশেষ কথা হয় বেলা ২টার দিকে। তখন সে আশুলিয়ায় চলমান গাড়ীতে ছিল বলে জানান তিনি। এরপর থেকে তার মোবাইল বন্ধ আছে। সে তার গন্তব্যে-খালার বাড়ি কিংবা অন্য কোন আত্নীয় স্বজনের বাড়িও যায়নি। পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।
বাপ্পীর নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার উদ্বেগ ও উৎকন্ঠায় আছেন জানিয়ে, তিনি তার নিখোঁজ ছেলেকে সুস্থ ফিরে পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।