স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার ব্যক্তিগত অর্থায়নে বিনামূল্যে দশ হাজার হ্যান্ড স্যানেটাইজার তৈরী ও বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় মানিকগঞ্জ পৌরসভায় চলছে বিনা মূল্যে দশ হাজার পিচ (৭০ মি.লি.) বোতল হ্যান্ড স্যানেটাইজার বিতরণের জন্য তৈরীর মহাযজ্ঞ।
ইতিমধ্যে তৈরির কাজ সম্পূর্ন হয়েছে বলে জানান, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। আগামীকাল
শুক্রবার (২৭ মার্চ) পৌর এলাকার মানুষের মাঝে বিতরণ করা হবে। মানবিক এ উদ্যেগে বুধবার সন্ধ্যার পর থেকে স্যানেটাইজার প্রস্তুত কাজে সহযোগীতা করছে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার , ২নং ওয়ার্ড কাউন্সিলর ছানোয়ার রহমান,৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা যুবলীগের কার্যকরী পরিষদের সদস্য সমিত্র সরকার মনা, সুবল সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. সাদিকুল ইসলাম সোহা, যুবলীগ নেতা আল রাফি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা, ছাত্রলীগ নেতা পাপ্পু ঘোষ, সুমন, আওয়ামী তরুণ লীগ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সমাজ সেবক সাগর রাজবংশী, ব্র্যক বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র মুহমুদ জাহান রুমি।