এস এস আকরাম হোসেন:
করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণূ প্রতিষ্ঠানসহ পৌর এলাকার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে করা হয়েছে।
শুক্রবার সকালে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সদস্য সুভাষ চন্দ্র সরকার ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার নিজ অর্থায়নে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানা, ফায়ার সার্ভিস ও মানিকগঞ্জ প্রেসক্লাবসহ পৌর এলাকায় ১০ হাজার মানুষের মধ্যে ৭০ মিলি: এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু হয়েছে।
মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার ও আব্দুর রাজ্জাক রাজা জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সদর থানার ওসি রকিবুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধির হাতে তুলে দেন। মুলত মানবিক এ উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বিতরণে সহযোগিতা করেন প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো: ছানোয়ার রহমান, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ জেলা যুবলীগের কার্যকরী সদস্য সমিত্র সরকার মনা, সুবল সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা, যুবলীগ নেতা আল রাফি প্রমুখ।