শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৭ ব্যাচ এর উদ্যোগে ঘরবাড়িকে জীবানু মুক্ত করতে জীবানুনাশক পাউডার, মাস্ক ও সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল থেকে উপজেলার গালা, রামকৃষ্ণপুর ও গোপীনাথপুর ইউনিয়নের বিশেষ বিশেষ মোড়ে এবং কয়েকটি বাজারে নিজেদের অর্থায়নে প্রায় শতাধিক মানুষের মাঝে জীবানুনাশক পাউডার এবং কিছু অস্বচ্ছল দুঃস্থ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ইমরুল হাসান হিমেল, জামিল বিশ্বাস ও মোঃ নিরব আহমেদ (রাজ্জাক)।
এসময় তারা জানান, করোনা (কোভিড-১৯) এর ভয়াবহতা থেকে সকলকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি আমাদের আশেপাশের মানুষকে সচেতন করতে। তাদের মধ্যে যারা জীবানুনাশক পাউডার ও মাস্ক কিনতে অপারগ তাদের মাঝে এগুলো পৌঁছে দিতে। এছাড়া তাদের এই কার্যক্রম আগামী ৪ এপ্রিল পর্যন্ত থাকবে বলেও জানান তারা।
এছাড়া তারা দুঃখ করে আরো জানান, আমাদের এলাকার মানুষদের মাঝে এখনো অনেক সচেতনতার অভাব। আমাদের সরকার ও প্রশাসনের এতো প্রচার প্রচারণা ও কঠোর পদক্ষেপের পড়েও তাদের মাঝে তেমন প্রভাব দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেন।