স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে জেলা পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মাঝে সোমবার দুপুরে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) বিতরণ করা হয়েছে। অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড নামের তৈরি পোশাকশিল্প গ্রুপের প্রধান নির্বাহী এবং জেলা পরিষদের সদস্য প্রকৌশলী সালাম চৌধুরী এই পিপিই দেন।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার রিফাত রহমানের হাতে ৫০টি পিপিই তুলে দেন সালাম চৌধুরীর প্রতিনিধি। এরপর মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের কাছে সাংবাদিকদের জন্য ২৫টি পিপিই দেওয়া হয়। হোম কোয়ারেন্টিনে থাকার কারণে পিপিই বিতরণে উপস্থিত থাকতে পারেননি।
এ দিকে দুপুরে জেলার হরিরামপুর উপজেলায় লকডাউন করা একটি গ্রামে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেন শিল্প গ্রুপের চেয়ারম্যান ও সালাম চৌধুরীর স্ত্রী মিসেস সারওয়াত চৌধুরী ওরফে ডোরা।
যোগাযোগ করা হলে সালাম চৌধুরী বলেন, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে পুলিশ এবং সাংবাদিকেরাও ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। এ বিষয়টি বিবেচনা করে তিনি ব্যক্তিগত অর্থায়নে পুলিশ ও সাংবাদিকদের পিপিই দেন।