এস এম আকরাম হোসেন :
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মহোদয়ের নির্দেশে মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের পক্ষ থেকে মানিকগঞ্জ আন্তঃজেলা বাস টার্মিনালে ভাসমান শ্রমজীবী দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে টার্মিনাল চত্তরে প্রায় দুইশো ভাসমান দুস্থ্য মানুষকে এক কেজি চিড়া ও আধা কেজি গুড় তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, এনডিসি মো: আক্তার হোসেন শাহিন, সহকারি কমিশনার মৌসুমী হক, সহকারি কমিশনার আরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদসহ সড়ক পরিবহনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আগামী ৩১ মার্চ একই স্থানে প্রায় এক হাজার গরীব পরিবহন শ্রমিকদের প্রত্যেকের মাঝে পাঁচ কেজি চাল, ১ কেজে আলু, আধা কেজি ডাল এবং আধা লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে বলে জানান তিনি।