স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে আব্দুল মজিদ নোবল মাইন্ড নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার বিকেলে সদর উপজেলার বারাহী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ওই এলাকার ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি করে চাল, আধা কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, আধ কেজি সয়াবিন তৈল, আধ কেজি লবন ও একটি করে সাবানের প্যাকেট তুলে দেন। এসময় সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম কনক, সাধারণ সম্পাদক মো. ইস্রাফিল মাহমুদ, সংগঠনের নিতীনির্ধারক ও প্রতিষ্ঠাতা মো: আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম সুমনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।