এস এম আকরাম হোসেন :
করোনা মোকাবেলায় মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে মানিকগঞ্জ চেম্বার অব কমারস এর সভাপতি রাহাত মালেক শুভ্রর পক্ষ থেকে হত-দরিদ্র জনগোষ্ঠী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের উদ্যোগে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা খাদ্য সামগ্রীগুলো হত-দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে পৌছে দিবে।
আজ (৩১ মার্চ) মঙ্গলবার দুপুরে গড়পাড়া এলাকায় এই খা
দ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয় ছাত্রলীগের নেতাকমীদের হাতে। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন খান জোতি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত কোরাইশী সুমন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার নেতৃবৃন্দরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে চাল, ডাল, তেল, লবন, চিনি, আটা ও সাবানসহ আট প্রকারের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু সায়েম, জেলা ছাত্রলীগের সদস্য ওয়েহিদুল ইসলাম সজল, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন খান মহিদ, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াস, সাধারন সম্পাদক অভিজিৎ সরকারসহ অন্যান্য নেতাকর্মীদের হাতে।
নেতাকর্মীরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও মানিকগঞ্জ পৌর এলাকায় হত-দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রান সামগ্রী পৌছে দিবে।