এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের সহায়তায় কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য বিতরণ করেছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে ৫শতাধিক পরিবহন কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন,জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, দপ্তর সম্পাদক জুলফিকার রহমান, নারী নেত্রী শুভ্র খান মজলিশ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক হৃদয় হোসেন জকিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগের দিন দুইশতাধিক বিভিন্ন জেলার ভাসমান শ্রমিকদের মাঝে চিরা ও গুড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ।