স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস সক্রামন রোধে পরিচ্ছন্নতা কর্মসুচীতে অংশ নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজ্ড ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, এএফডব্লিউসি, পিএসসি ।
বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকায় তিনি এই কর্মসুচীতে অংশ নেন। এরপর তিনি স্বাস্থ্য সুরক্ষার দ্রব্য সামগ্রি বিতরণ করেন।
বেলা ১২টার দিকে তিনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যোগ দিয়ে মানিকগঞ্জ শহীদ স্বরণীতে জীবানুনাশক পানি ছিটান। এ সময় তার সাথে যোগ দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ১৫ ইষ্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ওয়াদুদ উল্লাহ চৌধুরী (পিএসসি), মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার, কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, পরে তিনি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, ফায়ার সার্ভিসের সদস্য, স্বাস্থ্য কর্মী, পুলিশ সদস্য এবং সংবাদ কর্মীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন করোনাভাইরাস সংকটে সেনা সদস্যরা মুলত সচেতনতা মুলক কাজ করছে। জনগন যেন সামাজিক দুরত্ব বজায় রাখে , পরিস্কার পরিচ্ছন্ন থাকে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে এই ম্যাসেজটি পৌছে দেয়ার চেস্টা করছে। তিনি বলেন প্রয়োজন হলে আরও সেনাসদস্যকে মাঠে নামানো হবে।