করোনা ভাইরাস প্রতিরোধ মানিকগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম তদারকিতে আসেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার)।
আজ ২এপ্রিল (বৃহস্পতিবার )দুপুরে তিনি মানিগঞ্জ জেলার করোনা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় এবং পরামর্শ প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) হামিদুর রহমান সিদ্দিকী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রকিবুজ্জামান, তদন্ত ওসি হানিফ সরকারসহ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ডিআইজি আসাদুজ্জামান মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিকদের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত প্রশ্নউত্তর পর্ব শেষকরেন এবং করোনা সম্পর্কে সকলকে সচেতন থাকার আহবান জানান।
পরিশেষে তিনি সিংগাইর থানাধীন ধল্ল্যা এলাকায় কর্মহারা ও ঘরে আটকাপড়া ৫০টি পরিবারের মাঝে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তৈল ও পিঁয়াজ) বিরতণ করেন।