স্টাফ রিপোর্টার:
দেশের দূরদূরান্ত থেকে এসে মানিকগঞ্জ পৌরসভা এবং এর আশপাশে বসবাস করছে কয়েক শ পরিবার। দুস্থ এসব পরিবারগুলোর সদস্যরা স্থানীয়ভাবে ভোটার না হওয়ায় কেউ তাঁদের খাদ্য সহায়তায় এগিয়ে আসেননি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় অর্ধশতাধিক পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা দিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সদর থানার ওসি মো: রকিবুজ্জামান, তদন্ত ওসি হানিফ সরকার।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ২৬ মার্চ থেকে সরকার সাধারন ছুটি ঘোষণা করে। এতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের এসব মানুষের খাদ্যসহায়তা দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট পৌর মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) দেওয়া তালিকা অনুযায়ি এই খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
করোনা ভাইরাস সংক্রামক রোধে পাশাপাশি মানিকগঞ্জ পৌর এলাকার মানরা, পশ্চিম সেওতা এবং এর আশপাশের দিনমজুর পরিবারগুলো ও সদর উপজেলার দিঘী ইউনিয়নের দক্ষিণ পাড়া, নতুন বসতি এলাকায় গিয়ে অর্ধশতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেন পুলিশ সুপার। প্রতিটি পরিবারকে চাল, আটা, মসুর ডাল, তেল, পেয়াঁজ ও লবণ দেওয়া হয়।