এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জে সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রাণ বিতরন করেছে যুবলীগ মানিকগঞ্জ পৌরসভার, সদর ও সাটুরিয়া উপজেলা শাখা।
আজ ৫ এপ্রিল (রবিবার) সকালে মানিকগঞ্জ শহরের দুধ বাজার এলাকায় ৩ শত পরিবারের মাঝে ৫কেজি চাল, ডাল, তেল, আটা, লবন, চিনি, চিড়া ১কেজি করে, আলু ২ কেজি ও সাবান তুলে দেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দীক খান তুষার। এসময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মো: খলিলুর রহমান, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম, মানিকগঞ্জ পৌর যুবলীগ নেতা আতিকুর রহমান জিয়াসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
আবু বকর সিদ্দিক খান তুষার বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পুত্র মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের সভাপতি রাহাত মালেক শুভ্রর অর্থায়নে এই ত্রাণ দেওয়া হচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।