স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আর,এইচ জুয়েল ভূইয়া।
গত শনিবার সকালে বান্দুটিয়া, শাইলীপাড়া ও পৌল্লী এলাকার ৩২জন দু:স্থ খেটে খাওয়া মানুষের মাঝে এই খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আসাদ,নগর ছাত্রদল নেতা আলিফ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা রাগীব নুর,আবির, নগর যুবদল নেতা সজীব, নয়নসহ অন্যান্যরা। প্রত্যেককে ৫কেজি চাউল, দুই কেজি আলু, পিয়াজ ১ কেজি, লবন ১কেজি, মুশরী ঢডাল, তেল আধা কেজি করে ও সাবান
জেলা ছাত্রদলের এই নেতা আর, এইচ, জুয়েল ভূইয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক এই মহামারি দের্যোগে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ানো মানবিক কাজ। তাই প্রত্যেকের যার যতোটুকু সামর্থ আছে তা নিয়ে দু:স্থ অসহায় মানুষকে সহায়তা করা উচিত। সেই সাথে সকলকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান তিনি।