এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ১৭শত কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। আজ ৬ এপ্রিল (সোমবার) দুপুরে কয়েকজন দু:স্থ ব্যক্তির হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
এসময় জেলা পরিষদের নির্বাচিত নারী সংরক্ষিত সদস্য নাজমা আক্তার,শিমু আক্তার,শোভা আক্তার, সদস্য রেশমী আক্তার, মো: আলী আজম, এ্যাড: মো: কহিনুর ইসলাম ছানি, ডা: মাইনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান সহকারী কর্মকর্তা মো: আবজাল হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে, তালিকা ধরে ধরে অন্যান্য দু:স্থ ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দিবে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সরকারের সুবিধাভোগীদের তালিকার বাইরের ব্যক্তিদের খুঁজে খুঁজে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেলসহ ১০ কেজি পরিমাণের খাদ্যসামগ্রী দেওয়া হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।