ঘিওর থেকে, মোঃ শফি আলম
মানিকগঞ্জের ঘিওরে করোনা (কোভিড-১৯) ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা বিভিন্ন সম্প্রদায়ের অসহায় দুস্থ পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিয়ত খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘিওরের পুলিশ প্রশাসন। এরই মধ্যে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, হাটবাজার বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পরেছে সমাজে তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়ের সদস্যরা । ভয়াবহ এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পরেছে দিনমজুর খেটেখাওয়া মানুষও। এরই প্রেক্ষিতে পুলিশ নিরাপত্তার পাশাপাশি দুস্থদের সাহায্যেও এগিয়ে এসেছে। নিজেদের অর্থায়ন, রেশন আর বিত্তবান ব্যক্তিদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্রসামগ্রী পৌছে দিচ্ছেন ঘিওরের পুলিশ প্রশাসন ।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘিওরের বিভিন্ন স্থানে তৃতীয় লিঙ্গ ( হিজরা ), কুলি মজুর, খেটে খাওয়া শ্রমীকসহ শতাধিক দুস্থদের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিজনকে চাল, আটা, ডাল, লবন, পেয়াজ, আলু দেওয়া হয়েছে। খাদ্র সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম, ওসি তদন্ত মোঃ মহব্বত খান, এসআই মোঃ আব্দুস ছালাম, বোরহান উদ্দিন, মোঃ আলতাফ হোসেনসহ থানার কর্মকর্তা বৃন্দ।
ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, মরণঘাতী করোনা ভাইরাসে সকল লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় জেলা পুলিশ সুপারের নির্দেশ ক্রমে আমরা পুলিশ প্রশাসনের উদ্যোগে এলাকার অসহায় লোকজনের মাঝে ত্রাণ কার্যক্রমটির ব্যবস্থা গ্রহন করেছি। সামাজিক দূরত্ব ও সবাইকে নিরাপদে বাসায় অবস্থান নিশ্চিত রাখতে আমরা অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। পুরো দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।