স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অসহায় মানুষের পাশে দাড়ানো সেই লক্ষে মানিকগঞ্জে জেলা যুবলীগের পক্ষ থেকে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে দাশড়া নবজাগরন সংসদের সামনে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা।এসময় অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোয়েন খান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল আল মুরাদ সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য এ্যাডভোকেট সাদেকুল ইসলাম সোহা, জেলা যুবলীগ নেতা সৌমিত্র সরকার মনা,রেজাউল করিম রাজা, আল রাফি, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কাজী ফারুক,বড় মিয়া, মুসলিম, বিম্বনাথ, জসীমসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর এলাকার ছয় শতাধিক কর্মহীন দু:স্থ মানুষের মাঝে চাউল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।