শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুরে নিজ অর্থায়নে করোনায় রোজগার বন্ধ এমন অস্বচ্ছল ব্যক্তির বাসায় গিয়ে খাদ্যদ্রব্য বিতরণ করছেন হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রুপক। তার পিতা ইউনুস গাজী কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সে আজ শুক্রবার (১০এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত নিজে গিয়ে ও তার প্রতিনিধি দের দিয়ে কাঞ্চনপুর ইউনিয়নের ১৬০ জনকে করোনা(কোভিড-১৯) এর প্রভাবে যাদের রোজগার বন্ধ।
তেমন দুঃস্থ ও অস্বচ্ছল ব্যক্তিদের বাসায় গিয়ে তাদের মাঝে ৫কেজি চাউল, ১কেজি আলু, লবণ ও আধা কেজি ডাল পৌঁছে দেন।
এসময় তার সাথে এই ত্রাণ পৌঁছে দিতে সহায়তা করেন কাঞ্চনপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য সালাম ফকির, উপজেলা যুবলীগের সাবেক সদস্য সামছুল রহমান সাম, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ গায়ান, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজল সাহা, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন রনি, ইউপি সেচ্ছাসেবক লীগের আহবায়ক গুপী কৃষান প্রমুখ।
এদিকে ত্রাণ বিতরণের বিষয়ে গাজী বনি ইসলাম রুপক জানান, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সরকার থেকে দেশবাসীকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
যার ফলে প্রায় সারাদেশের মানুষের রোজগার বন্ধ হয়েছে, সরকার থেকে প্রত্যেক এনজিও কে কিস্তি পর্যন্ত তুলতে নিষেধ করা হয়েছে ও সচ্ছল ব্যক্তিদের দুঃস্থ মানুষের পাশে দাড়াতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া আমাদের মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের পক্ষ থেকেও দলের সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে সকলের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারই ধারাবাহিকতায় আমি আমার নিজ অর্থায়নে কাঞ্চন পুর ইউনিয়নের প্রতি টি গ্রামের অতি দরিদ্র ও অসচ্ছল মোট ১৬০টি পরিবার কে সনাক্ত করে তাদের মাঝে আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র খাদ্য দ্রব্য গুলো পৌঁছে দিয়েছি মাত্র।
|